IQNA

পাকিস্তানে কুরআন বিষয়ক সম্মেলন

4:59 - November 05, 2017
সংবাদ: 2604249
কুরআন বিষয়ক কার্যক্রম: ইসলামাবাদের আল্লামা ইকবাল ওপেন ইউনিভার্সিটির সেন্ট্রাল ক্যাম্পাস জাতীয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উন্নত জীবন গঠনের জন্য পবিত্র কুরআনকে আদর্শ হিসেবে গ্রহণ করার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে এ সম্মেলনের আয়োজন।
ডেইলি টাইমসের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পাকিস্তান সিনেটের ডেপ্যুটি চেয়ারম্যান আব্দুল গফুর হায়দারি এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে, কুরআনের শিক্ষার সম্প্রসারণে তৎপর বিভিন্ন সংস্থার ভূমিকা ও মুসলিম যুব সমাজকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করে তোলার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন: মুসলমানদেরকে অবশ্যই কুরআন পড়তে জানতে হবে। পাশাপাশি তারা কুরআন শরিফ বুঝতে শিখবে এবং কুরআন ও মহানবি (স.) এর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে।
এ সম্মেলন আল্লামা ইকবাল ওপেন ইউনিভার্সিটির সায়েন্স অব কুরআন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এতে কুরআনিক অঙ্গনে তৎপর ব্যক্তিত্বগণ বক্তব্য রাখেন।
আল্লামা ইকবাল ওপেন ইউনিভার্সিটির সায়েন্স অব কুরআন বিভাগের সহকারী প্রধান শাহেদ সিদ্দিকী বলেন: আল্লামা ইকবাল বিশ্ববিদ্যালয় একাডেমিক ও সামাজিক তৎপরতার একটি কেন্দ্রে পরিণত হয়েছে। কুরআন ও মহানবি (স.) এর শিক্ষা থেকে উপকৃত হয়ে নতুন নতুন চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হয়ে সেগুলোকে মুকাবিলা করা এ এ কেন্দ্রের অন্যতম লক্ষ্য।
একটি প্রকৃত ইসলামি সমাজ গঠনে আল্লামা ইকবালের ন্যায় পবিত্র কুরআন অধ্যয়নের প্রতি অধিক মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে চেষ্টা অব্যাহত রাখার প্রতি আহবান জানান আব্দুল গফুর হায়দারি।#3659776

captcha