IQNA

সুইডেনে ইসলাম বিদ্বেষীর বিচার

16:45 - November 06, 2017
সংবাদ: 2604256
আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক নেটওয়ার্কে মুসলমানদের অবমাননা করার দায় সুইডেনের এক ইসলাম বিদ্বেষী নারীকে দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির আদালত।
সুইডেনে ইসলাম বিদ্বেষীর বিচার

বার্তা সংস্থা ইকনা: সুইডেনের লিংসুপিঙ্গ শহরে বসবাসকারী ইসলাম বিদ্বেষী এক নারী সামাজিক নেটওয়ার্কে মুসলমানদের অবমাননা করেছে। এর প্রতিবাদে মুসলমানেরা তার বিরুদ্ধে আদালতে অভিযোগ করে। মুসলমানদের অবমাননা করার দায়ে ইসলাম বিদ্বেষী নারীকে ৬০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছে সুইডেনের আদালত।

ইসলাম বিদ্বেষী নারী সামাজিক নেটওয়ার্কে মুসলমানদের নোংরা মানুষ হিসেবে অবিহিত করেছে।

ঘৃণার কারণে এধরণের মন্তব্য করেছে বলে প্রমাণিত হওয়ার পর আদালত ঐ নারীকে ৬০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

আদালতে রায় অনুযায়ী, ইসলাম বিদ্বেষী নারী যদি জেলে যেতে ইচ্ছুক না হয় তাহলে তাকে নগদ অর্থ জরিমানা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি কয়েক বছর যাবত ইউরোপের বিভিন্ন দেশে মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলার সংখ্যা অতিমাত্রা বৃদ্ধি পেয়েছে।

iqna


captcha