IQNA

মসজিদুল আকসায় সিসি ক্যামেরা স্থাপন

19:28 - November 06, 2017
সংবাদ: 2604257
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনীদের যাতায়াতের উপর নজর রাখতে মসজিদুল আকসা’র ‘বাব আল-মাজলিস’ দরজায় সিসি ক্যামেরা স্থাপন করেছে জায়নবাদী পুলিশ।
Middleeastmonitor ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: শাইখ নাজেহ বাকিরাত এ সম্পর্কে জানিয়েছেন, গতকাল (রোববার, ৫ নভেম্বর) ফিলিস্তিনীদের যাতায়াতের উপর নজর রাখতে মসজিদুল আকসা’র ‘বাব আল-মাজলিস’ দরজায় সিসি ক্যামেরা স্থাপন করেছে জায়নবাদী ইসরাইলী পুলিশ।
তিনি এ কাজকে ফিলিস্তিনীদের বিরুদ্ধে ভয়ংকর পদক্ষেপ আখ্যায়িত করে বলেন, ক্যামেরা স্থাপনের মত পদক্ষেপ মসজিদুল আকসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর্যায়ে পড়ে।
ক্যামেরা স্থাপন, কুদসের জনগণকে এ শহর থেকে বিতাড়িত করার লক্ষ্যে ইসরাইলের নতুন প্রচেষ্টা –এ কথা উল্লেখ করে শাইখ বাকিরাতের সংযোজন: জায়নবাদী ইসরাইল সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মসজিদটিকে ইহুদি করণের অপচেষ্টা চালাচ্ছে। প্রকৃত অর্থে জায়নবাদীদের এ পদক্ষেপ কুদসকে ইহুদি করণ কর্মসূচীর সহায়ক।#3660779


captcha