IQNA

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ি

চেহলুমের পদযাত্রা মুসলিম জাহানের নজিরবিহীন গৌরবের কারণ হয়েছে

22:32 - November 07, 2017
সংবাদ: 2604263
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ি বলেছেন, ইমাম হুসাইনের (আ.) পবিত্র চেহলুম উপলক্ষে কারবালা শহর অভিমুখে বিশ্বের বিভিন্ন দেশের রাসূলের (সা.) আহলে বাইতের অনুসারীদের বিশাল পদযাত্রা মুসলিম জাহানের নজিরবিহীন গৌরবের কারণ হয়েছে।
চেহলুমের পদযাত্রা মুসলিম জাহানের নজিরবিহীন গৌরবের কারণ হয়েছে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ি আজ মঙ্গলবার তেহরানের শীর্ষ আলেমদের ফিকাহ বিষয়ক গবেষণধর্মী ক্লাসে মহান আল্লাহর প্রশংসা করে তিনি বলেন, ইরান, ইরাকসহ অন্যান্য দেশের লক্ষ লক্ষ মানুষ কারবালা জিয়ারতে যান। ইমাম হুসাইন (আ) এর শাহাদাতের চেহলাম বার্ষিকীতে কারবালা অভিমুখে পায়ে হেঁটে যাওয়াকে একটা মহান ঘটনা বলে উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা। সবার উচিত এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা।

তিনি বলেন লক্ষ লক্ষ জিয়ারতকারীর পায়ে হেঁটে কারবালার উদ্দেশ্যে যাওয়ার মধ্য দিয়ে চমৎকার একটি দৃশ্যের অবতারণা হয়।

আসছে ৯ নভেম্বর মোতাবেক সফর মাসের ২০ তারিখে ইরাকে ইমাম হুসাইন (আ) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী পালিত হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েক কোটি জিয়ারতকারী এই দিন চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় কারবালা শহরে সমবেত হবেন।

উল্লেখ্য গত বছর বিশ লাখেরও বেশি ইরানি জিয়ারতকারী ইমাম হোসাইন (আ) এর শাহাদাতের চেহলাম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে কারবালায় গিয়েছিলেন। এ বছর ইরানি জিয়ারতকারীর সংখ্যা আরও তিন লাখ বেড়ে যেতে পারে।
iqna


captcha