বার্তা সংস্থা ইকনা: মির ওয়ালী আহমাদ সাবার দীর্ঘ দিন ইরানে জীবন যাপন করার পর সম্প্রতি আফগানিস্তানে ফিরে গিয়েছেন। চার বছর ক্যালিগ্রাফি করে এই কুরআন শরিফের পাণ্ডুলিপিটি সম্পন্ন করেছেন।
পবিত্র কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি সকল ব্যয় হেরাতের গ্র্যান্ড মসজিদের খাদেমগণ বহন করেছেন।
মির ওয়ালী আহমাদ সাবারের ক্যালিগ্রাফি করা পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপির দৈর্ঘ্য ৭০ সেন্টিমিটার এবং প্রস্থ ৫০ সেন্টিমিটার।
আফগানিস্তানে বৃহত্তম কুরআন শরিফের মধ্যে এই পাণ্ডুলিপিটি অন্যতম। হেরাতের বড় মসজিদ সংস্কারের পর এই পাণ্ডুলিপিটি গ্র্যান্ড মসজিদে সংরক্ষণ করা হবে।
হেরাত গ্র্যান্ড মসজিদের খাদেম কমিটির প্রধান সায়াত খাতিবী বলেন: অতি শীঘ্রই এই মসজিদ পুনর্নির্মাণ করা হবে। পুনর্নির্মাণের সময় এই পাণ্ডুলিপিটি সংরক্ষণের জন্য একটি বিশেষ স্থান নির্মাণ করে সেখানে সংরক্ষণ করা হবে।
iqna