IQNA

কাজাখান্তানে পাবলিক স্থানসমূহে নামাজখানা নির্মাণ

19:06 - November 12, 2017
সংবাদ: 2604300
আন্তর্জাতিক ডেস্ক: কাজাখিস্তানের জনসংখ্যা ও ধর্মীয় মন্ত্রণালয় পাবলিক স্থানসমূহে নামাজখানা নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে।
কাজাখান্তানে পাবলিক স্থানসমূহে নামাজখানা নির্মাণ

বার্তা সংস্থা ইকনা: কাজাখিস্তানের জনসংখ্যা ও ধর্মীয় মন্ত্রণালয় সেদেশের পাবলিক স্থানসমূহে যেমন: ট্রেন স্টেশন, ইন্টারসিটি টার্মিনাল, বিমানবন্দর এবং ধর্মীয় গ্রন্থ বিক্রয়ের স্থানে নামাজখানা (নামাজের জন্য বিশেষ স্থান) নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে।

সেদেশের পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, সরকারী স্থান থেকে এসকল নামাজখানার দূরত্ব কমপক্ষে ৩০০ মিটার হতে হবে। এই বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে।

কাজাখিস্তানের জনবহুল এলাকাসমূহে এসকল নামাজখানা নির্মাণ করা হবে।

iqna


captcha