IQNA

ইসলামিক বা শরিয়া ব্যাঙ্কিং পরিষেবা চালু হবে না : আরবিআই

22:44 - November 12, 2017
সংবাদ: 2604303
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কোনও রকম ইসলামিক বা শরিয়া ব্যাঙ্কিং পরিষেবা চালু হবে না। এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক-রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।

বার্তা সংস্থা ইকনা: তথ্যের অধিকার সংক্রান্ত আইন বিষয়ক প্রশ্নের উত্তরে আরবিআই জানিয়েছে ভারতের প্রত্যেক নাগরিককে ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা সমানভাবে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। কারণ ইসলাম মতে, শরিয়া ব্যাঙ্কিং পরিষেবার নীতি হল সুদ না দেওয়া।

ইসলামিক বা সুদহীন ব্যাঙ্কিং পরিষেবা দেশে চালুর ক্ষেত্রে বিস্তারিত বিবরণ আরবিআইকে দিতে নির্দেশ দিয়েছিল ভারত সরকার। আরবিআই গতবছর ফেব্রুয়ারিতে ভারতের অর্থ মন্ত্রনালয়কে একটি চিঠি দিয়ে জানিয়েছিল, ইসলামিক অর্থনীতির জটিলতার জন্য ভারতে ক্রমান্বয়ে এই পরিষেবা চালু করা উচিত।

কারণ ভারতীয় ব্যাঙ্কগুলির এসম্পর্কে কোনও অভিজ্ঞতা নেই। তাছাড়া শরিয়া ব্যাঙ্কিং পরিষেবার নির্দেশগুলি যাতে অন্য ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে মিশে না যায়, সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। এমটিনিউজ
captcha