IQNA

আল্লাহর রহমত ও বরকতের মাধ্যম হলেন রাসূল (সা.)

20:00 - November 14, 2017
সংবাদ: 2604314
পবিত্র কুরআনের আয়াত এবং হাদিসের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী হযরত মুহাম্মাদ (সা.) ও তার পবিত্র বংশধর তথা আহলে বাইত হচ্ছে সমগ্র মানব জাতীর জন্য আল্লাহর রহমত ও বরকতের মাধ্যম।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে হযরত মুহাম্মাদকে (সা.) সমগ্র মানব জাতির জন্য রহমতস্বরূপ হিসেবে অভিহিত করেছেন। আর কুরআনের অপর আয়াতে আহলে বাইত তথা নবীবংশকে পবিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের প্রতি ভক্তি ও ভালবাসাকে ফরজ করা হয়েছে।

আল্লাহ তায়ালা কোন কাজই ওসিলা বা মাধ্যম ছাড়া সম্পন্ন করেন না। অর্থাৎ আল্লাহর যাবতীয় কাজ ওসিলার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে; চাই তা পার্থিব কিংবা অপার্থিব হোক না কেন। উদাহরণ স্বরূপ বলা যায় যে, পৃথিবীর মানুষের যখন বৃষ্টি ও পানির প্রয়োজন হয়, তখন আল্লাহ সরাসরি পানি বর্ষণ করেন না। বরং আল্লাহর পানি বর্ষণের জন্য মেঘের সৃষ্টি করেন; অতঃপর মেঘ থেকে বৃষ্টি আকারে পানি বর্ষিত হয়।

যেমন হযরত ঈসার (আ.) যুগে তার মাধ্যমে আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করতেন। অনুরূপভাবে আল্লাহ তার বান্দাদের উপর নানাবিধ রহমত ও বরকত নাযিলের ক্ষেত্রে হযরত মুহাম্মাদ (সা.) ও তার আহলে বাইতকে ওসিলা নির্ধারণ করেছেন।

তাই আমরা যদি আল্লাহর রহমত ও বরকত পেতে চাই, তবে অবশ্যই রাসূল (সা.) তার আহলে বাইতকে ওসিলা করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে।
captcha