IQNA

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ও ইহুদি হত্যা নিষিদ্ধ : সৌদি গ্রান্ড মুফতি!

20:14 - November 14, 2017
সংবাদ: 2604316
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামিক সংগঠন 'হামাস'কে সন্ত্রাসী সংগঠন বলায় সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখকে ইসরাইলে দাওয়াত দিয়েছে দেশটির এক মন্ত্রী।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে সৌদি মুফতি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে।
 
এ সময় সৌদি মুফতি বলেছে, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করা নিষিদ্ধ। কোনো ইহুদিকে হত্যা করাও নিষিদ্ধ। যেহেতু হামাস এসব করছে, সে কারণে হামাস একটি সন্ত্রাসী সংগঠন।
 
গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখের এই উক্তির পরিপ্রেক্ষিতে তার ভূয়সী প্রশংসা করে ইসরাইলি যোগাযোগ মন্ত্রী আয়ুব কারা।

আয়ুব কারা টুইট বার্তায় বলে, আমরা আবদুল আজিজ আল শেখকে অভিনন্দন জানাই। তিনি সৌদি আরবের গ্রান্ড মুফতি এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি যে ফতোয়া দিয়েছে, 'ইসরাইলিদের বিরুদ্ধে যুদ্ধ এবং হত্যা নিষিদ্ধ' এজন্য তাকে অভিনন্দন।
 
আয়ুব বলে, একই সঙ্গে আমরা গ্রান্ড মুফতিকে ইসরাইল ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছি। তাকে আমাদের দেশে সর্বোচ্চ সম্মানিত করা হবে। এমটিনিউজ
captcha