বার্তা সংস্থা ইকনা: এফবিআই রিপোর্টে উল্লেখ করেছে, আমেরিকায় গতবছর মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা ৬১২১টি পদক্ষেপ গ্রহণ করেছে। অথচ ২০১৫ সালে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের পদক্ষেপ ৫৮০০ ছিল।
এফবিএই ইসলাম বিদ্বেষীদের এসকল কার্যক্রমের ব্যাখ্যা দিয়ে বলে: ইসলাম এসকল হামলার মধ্যে ৭৫ শতাংশ বর্ণগত উদ্দেশ্যে প্রণোদিত হয়ে ও ২১ শতাংশ ধর্মের প্রতি ঘৃণা এবং ১৭ শতাংশ লিঙ্গ জনিত কারণে সংগঠিত হয়েছে।
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলেছে: এরমধ্যে প্রায় অর্ধেক হামলা জাতিগত বৈষম্যের কারণে নিগ্রোদের উপর সংগঠিত হয়েছে। ২০১৬ সালে জাতিগত বৈষম্যের জন্য ৩৪৮৯ বার হামলা চালানো হয়েছে। যা ২০১৫ সালে ৩৩১০ বার সংগঠিত হয়েছে।