IQNA

মাওলা আলীর দৃষ্টিতে মাহদাভী পরিবার

21:04 - November 14, 2017
সংবাদ: 2604318
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, یَفرَحونَ لِفَرَحِنا و یَحزَنونَ لِحُزنِنا؛ আমাদের শিয়াদের বৈশিষ্ট্য হল তারা আমাদের আনন্দে আনন্দিত হয় আর আমাদের দু:খে দুঃখিত হয়। এটা থেকে বো যায় যে একটি মাহদাভী পরিবারকে এমনভাবে জীবন-যাপন করতে হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সন্তানরা পিতা-মাতার কাছ থেকে সব কিছু শিক্ষা নেয়। সুতরাং সন্তানদেরকে যদি ঈমানদার, সত্যবাদী, সত্যপন্থি এবং আহলে বাইতের মহব্বতকারী হিসাবে গড়ে তুলতে হয় অবশ্যই প্রথমে পিতামাতাকে ঈমানদার সত্যবাদী ও আহলে বাইতের ভক্ত হতে হবে।

একজন প্রকৃত ইমাম মাহদীর অনুসারী এমনভাবে চলাফেরা করবে এবং তার আচরণ এমন হবে যে তার থেকে সমাজের সবাই শিক্ষা নিতে পারে।

যখন একটি পরিবারে আহলে বাইতের আনন্দে মাহফিল অনুষ্ঠিত হয়। সেই পরিবারের সন্তানরা আহলে বাইতের মহব্বতকারী হিসাবে গড়ে ওঠে। অনুরূপভাবে যখন আহলে বাইতের শোকে আজাদারি হয় তখন সেই পরিবারের সন্তানরা আহলে বাইতের ভালবাসা নিয়েই বড় হয়।

একটি মাহদাভি পরিবারের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে ইসলামী বিধিবিধান শিক্ষা দেয়া, তাদেরকে দোয়া এবং কুরআন শিক্ষা দেয়া এবং আহলে বাইতের শোকে শোক আর আহলে বাইতের খুশিতে খুশি হওয়ার শিক্ষা দেয়া। শাবিস্তান
captcha