IQNA

মাওলা আলীর দৃষ্টিতে মানুষের ঈমানের দুর্বলতার কারণ

18:48 - November 15, 2017
সংবাদ: 2604324
মাওলা আলী(আ.) বলেছেন, মানুষ খারাব লোকদের সাথে চলাফেরা করলে তাদের ঈমানের দুর্বলতা দেখা দেয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি বলেছেন: যারা খারাপ লোকদের সাথে চলাফেরা করে তারা নানা ধরনের বালামুসিবতের মধ্যে নিপতিত হয়।

মাওলা আলী(আ.)আরও বলেছেন: যারা দুনিয়া পূজারিদের সাথে চলাফেরা করে তাদের ঈমান দুর্বল হয়ে যায় এবং তারা শয়তানের খপ্পরে পড়ে।

সূত্র: মিজানুল হিকমা, ২য় খন্ড, পৃ: ২৩৩।
ট্যাগ্সসমূহ: মাওলা ، ইকনা ، আলী ، মানুষ ، লোক ، দুনিয়া
captcha