পুলিশের ঘোষণা অনুযায়ী, ফজরের নামাজের সময় সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এক যুবক নিজের কাছে থাকা বেল্ট বোমা নিয়ে মসজিদে প্রবেশ করে মুসল্লিদের মধ্যে তা বিস্ফোরণ ঘটায়।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি। তবে আফ্রিকার এ অঞ্চলে এর আগে এ ধরনের হামলার পেছনে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সম্পৃক্ততা পাওয়া যায় এবং পুলিশ ধারণা করেছে এই হামলার পিছনে বোকো হারামের হাত রয়েছে।