বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, সৌদি আগ্রাসী জোটের অবরোধের কারণে ইয়েমেনের ১৩৪০০ রোগী মারা গিয়েছে।
ইয়েমেনের স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন: সৌদি আরবের চাপিয়ে দেয়া অবরোধের কারণে বিদেশ থেকে হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ডাক্তারি সরঞ্জাম দেশের ভিতরে প্রবেশ করছে না। আর এর ফলে অনেক রোগী উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, আন্তর্জাতিক চাপে মুখে পরে সৌদি আরব তাদের অবরোধকে শীতল করবে। সম্প্রতি জাতিসংঘকে জানিয়েছে, শীঘ্রই সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং হাদিদা ও সালিফ নামক দুটি বন্দর খুলে দেবে।
iqna