IQNA

ভারতে কুরআন অনুবাদের আলোকে সম্মেলন

18:06 - November 27, 2017
সংবাদ: 2604421
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা প্রদেশের দারুল হুদা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক বিজ্ঞান ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনুদিত কুরআনের আলোকে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভারতে কুরআন অনুবাদের আলোকে সম্মেলন

বার্তা সংস্থা ইকনা: "পবিত্র কুরআনের দৃষ্টিতে সামাজিক ও সমসাময়িক বিষয়" শিরোনামে উক্ত শীর্ষক সম্মেলন আগামী বছর ১১ই মার্চে অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তিমণ্ডলী ১৫ই ডিসেম্বর মধ্যে পবিত্র কুরআনের আলোকে লিখিত প্রবন্ধ জমা দিতে পারবেন।      
এই শীর্ষক সম্মেলনে কুরআনের দৃষ্টিতে রাজনৈতিক অর্থনীতি, উপজাতিদের বিষয়ে কুরআনের মতামত, উপজাতীয় এবং জাতিগত, বৈচিত্র্য সম্পর্কে কুরআনের মতামত, ধর্ম এবং বহুসংস্কৃতিবাদ, আইন ও শর্ত প্রসঙ্গে কুরআনের মতামত, কুরআনের দৃষ্টিতে তথ্য প্রযুক্তি, কুরআনের দৃষ্টিতে পরিবেশ ও স্বাস্থ্য সহ অন্যান্য বিষয় আলোচনা করা হবে।
এই শীর্ষক সম্মেলনের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান "অনুদিত কুরআন এবং সমাজে তার প্রভাব" শিরোনামে ২০১৮ সালের ১৪ ও ১৫ই জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
iqna




captcha