IQNA

ইসরাইলি সেনাদের পরবর্তী লক্ষ্য সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

14:17 - November 28, 2017
সংবাদ: 2604422
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, ভবিষ্যত যুদ্ধে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করা হবে।
ইসরাইলি সেনাদের পরবর্তী লক্ষ্য সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
বার্তা সংস্থা ইকনা: গতকাল ইসরাইলের এইলাত শহরে এক সংবাদ সম্মেলনে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রোনেন ম্যানেলিস একথা বলেছেন। তিনি বলেছেন, "ভবিষ্যত যুদ্ধে বিজয়ের কোনো পরিষ্কার চিত্র নেই তবে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহকে হত্যার টার্গেট হবে মূল বিষয়।”

ইহুদিবাদী এ সেনা মুখপাত্র তার ভাষায় বলেন, "হাসান নাসরুল্লাহর মৃত্যু হিজবুল্লাহর সামরিক অভিযানের ওপর প্রভাব ফেলবে।"
২০০০ ও ২০০৬ সালে ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর দুটি যুদ্ধ হয়েছে এবং দুটি যুদ্ধেই হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছেন। এছাড়া, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার সাম্প্রতিক প্রতিটি ভাষণে বলেছেন,  যদি ভবিষ্যতে লেবাননের ওপর আর কোনো সামরিক আগ্রাসন চালানোর মতো বোকামি করে ইসরাইল তাহলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। গত মাসে তিনি এক ভাষণে বলেন, ইসরাইল জানে না ভবিষ্যত যুদ্ধে তাদের জন্য কী অপেক্ষা করছে।
iqna
captcha