IQNA

ইমাম মাহদীর(আ.) সাথে বাইয়াতের শর্ত

22:47 - November 28, 2017
সংবাদ: 2604428
ইমাম মাহদীর প্রকৃত প্রতীক্ষাকারীদের দায়িত্ব হল নিজেদেরকে ইমামের আদর্শে আদর্শিত করা এবং সব দিক থেকে নিজেকে ইমামের মত করে গড়ে তোলা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মানুষ জীবন-যাপনের ক্ষেত্রে দুনিয়ার অনেক কিছুর সাথে সম্পর্ক গড়ে তোলে আর এটা স্বাভাবিক ব্যাপার। আর এই বিষয়টি যখন আধ্যাত্মিক পর্যায়ে চলে যায় তখন তার গুরুত্ব অনেক বেড়ে যায়।

ইমাম মাহদীর সাথে সম্পর্ক স্থাপন এবং তার আদর্শে আদর্শিত হওয়াটাও হচ্ছে সম্পূর্ণ আধ্যাত্মিক ব্যাপার। আমরা যদ বেশী আধ্যাত্মিক ও পরহেজগার হতে পারব ইমাম মাহদীর সাথে আমাদের সম্পর্ক তত বেশী গভীর ও মজবুত হবে।

মানুষ দুনিয়ার জীবনে তার প্রয়োজন অনুযায়ী চেষ্টা করে এবং তা তাদের জন্য যথেষ্ট। তবে আধ্যাত্মিক বিষয়ের কোন সীমা নেই তার পরিধি অতি ব্যাপক।

মানুষ যখন কাওকে পছন্দ করে বা ভালবাসে তখন সে নিজের অজান্তে তার মত ভাবে তার মত চলে এবং তার মত বলে। আমরাও যদি ইমাম মাহদীকে সত্যিকার অর্থে ভালবাসি তাহলে আমাদের চলন বলন সব কিছুই ইমাম মাহদীর মতই হবে।

সুতরাং যারা আল্লাহর ওলির মত হতে চায় তাদের চিন্তাধারাও তার মতই হতে হবে। জানতে হবে ইমাম মাহদী কি নিয়ে ভাবেন তিনি কি করতে চান তার উদ্দেশ্য কি? মানবতার মুক্তির জন্য তার কি কি কর্মসূচী রয়েছে।

ইমাম মাহদীর চিন্তাধারা বিশ্বজনীন তিনি বিশ্বের সবার জন্য ভাবেন এবং কিভাবে বিশ্বের সবাইকে সকল প্রকার অন্যায় অত্যাচার ও জুলুম থেকে রক্ষা করা যায় তা নিয়ে চিন্তা করেন।  শাবিস্তান
captcha