IQNA

হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি সৌদির, প্রত্যাখ্যান লেবাননের

19:31 - December 02, 2017
সংবাদ: 2604461
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে দাবি করেছেন, তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মিশেল আউন।

বার্তা সংস্থা ইকনা: হিজবুল্লাহর প্রতি রিয়াদের পুরনো বিদ্বেষ উগড়ে দিয়ে জুবায়ের বলেন, লেবাননের উন্নতির জন্য হিজবুল্লাহকে নিরস্ত্র হতে হবে। ইতালির রাজধানী রোমে শুক্রবার অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি করেন।

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি গতমাসে সৌদি আরব সফরে গিয়ে নিজের পদত্যাগের কথা ঘোষণা করার পর হিজবুল্লাহ বলেছিল, হারিরি সৌদি চাপে পদত্যাগ করেছেন এবং সৌদি আরব চায় লেবানন থেকে ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন মুছে যাক।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় হিজবুল্লাহ’র কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়ার আহ্বান জানালেন যখন দখলদার ইসরাইলের সঙ্গে লেবাননের দক্ষিণ সীমান্ত পাহারার কাজ করছে এই হিজবুল্লাহর সমরাস্ত্র।

২০০৬ সালে ইহুদিবাদী ইসরাইল লেবাননে আগ্রাসন চালালে এই হিজবুল্লাহ তেল আবিবকে চরম শিক্ষা দিয়েছিল। এ ছাড়া, হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলনের জের ধরে ১৯৯৮ সালে দক্ষিণ লেবানন ছেড়ে পালিয়ে যায় ইসরাইলি সেনারা।

এদিকে আদেল আল-জুবায়ের হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানালেও লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ‘হিজবুল্লাহকে কখনো নিরস্ত্র করা হবে না কারণ, ইহুদিবাদী ইসরাইলের মোকাবিলায় লেবাননের প্রতিরোধ আন্দোলনেই কেবল এই অস্ত্র ব্যবহৃত হয়।’

ইহুদিবাদী ইসরাইল এখনো লেবাননের শাবা’ কৃষিখামার এলাকার প্রায় ৩০ বর্গকিলোমিটার এলাকা জবরদখল করে রেখেছে বলে বৈরুত ইসরাইলকে শত্রু হিসেবেই বিবেচনা করে।

‘ইসরাইলকে প্রতিহত করার পূর্ণ অধিকার লেবাননের রয়েছে’

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ‘সর্বশক্তি দিয়ে’ ইসরাইলের অব্যাহত আগ্রাসী পরিকল্পনা নস্যাত ও প্রতিহত করার পূর্ণ অধিকার লেবাননের রয়েছে। তিনি সোমবার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন।

মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার একদিন পর প্রেসিডেন্ট আউন এ বক্তব্য দিলেন।

আরব লীগ এমন সময় ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী’ বলল যখন লেবাননের পার্লামেন্টে দেশটির অত্যন্ত জনপ্রিয় এ সংগঠনের প্রতিনিধিত্ব রয়েছে। ১২৮ আসনবিশিষ্ট লেবাননের বর্তমান পার্লামেন্টে হিজবুল্লাহর সংসদ সদস্য রয়েছেন ১৪ জন। এ ছাড়া, সাদ হারিরির নেতৃত্বাধীন লেবাননের বর্তমান জোট সরকারের অন্যতম শরীক হিজবুল্লাহ।

ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন প্রতিহত করার কাজে হিজবুল্লাহ সব সময় লেবাননের সেনাবাহিনীকে সহযোগিতা করে এসেছে। ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনাদের বিতাড়নের কাজে হিজবুল্লাহ প্রধান ভূমিকা পালন করে।

এর আগে সোমবার বৈরুতে আরব লীগের মহাসচিব আহমাদ আবুল-গেইতের সঙ্গে সাক্ষাতে লেবাননের প্রেসিডেন্ট কোনো কোনো আরব দেশের পক্ষ থেকে তার দেশে সংঘাত বাধানোর প্রচেষ্টার সমালোচনা করেন।

আরব লীগের পক্ষ থেকে হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করার পর আবুল-গেইত বিষয়টি নিয়ে লেবাননের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য সোমবার বৈরুত সফরে যান।

তার সঙ্গে সাক্ষাতে হিজবুল্লাহর বিরুদ্ধে আরব লীগের অবস্থানের প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট আউন বলেন, ‘লেবানন কখনো অন্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালায়নি কাজেই আরব দেশগুলোর সংঘাতের জন্য লেবানন মূল্য দেবে না।’

১৯৬৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত লেবানন বারবার ইসরাইলি আগ্রাসনের শিকার হয়েছে- উল্লেখ করে আউন বলেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও ষড়যন্ত্র নস্যাত করার অধিকার লেবাননের রয়েছে।  আরটিএনএন
captcha