বার্তা সংস্থা ইকনা: রেশম কাপড়ের ওপর সোনা ও রুপার সুতো দিয়ে লেখা পবিত্র কুরআনের প্রথম পাণ্ডুলিপি আজারবাইজানের রাজধানী বাকুতে দর্শনার্থীদের জন্য প্রদর্শনের জন্য প্রদর্শিত হয়েছে।
আজারবাইজানের রাজধানী বাকুর 'আজার গ্রন্থ' সাংস্কৃতিক কেন্দ্রে "রেশম কাপড়ের ওপর জীবিত শিল্প – ৫৫" শিরোনামে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে রেশম কাপড়ের ওপর সোনা ও রুপার সুতো দিয়ে লেখা পবিত্র কুরআনের প্রথম পাণ্ডুলিপিটি প্রদর্শিত হয়েছে।
পবিত্র কুরআনের অনন্য এই পাণ্ডুলিপিটি রেশম কাপড়ের ওপর সোনা ও রুপার সুতো দিয়ে লিখেছেন তানজাল মোহাম্মদ জাদেহ নামের আজারবাইজানের এক মহিলা শিল্পী।
"রেশম কাপড়ের ওপর জীবিত শিল্প – ৫৫" প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তানজাল মোহাম্মদ জাদেহ বলেন: এই পাণ্ডুলিপিটি লেখার জন্য ৫০ মিটার রেশম কাপর এবং সোনা ও রুপার সুতা ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন: ৬১৪ পৃষ্ঠা বিশিষ্ট এই পাণ্ডুলিপিটি সম্পন্ন করার জন্য তিন বছর সময় লেগেছে।