IQNA

ইরাকের আইএসের নেতাদের গণকবর আবিষ্কার

18:23 - December 19, 2017
সংবাদ: 2604593
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দিয়ালা প্রাদেশিক পরিষদের নিরাপত্তা কমিটি জানিয়েছে, সেদেশের সালাহ আল-দীন প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের ৫০ জন নেতার গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে।

ইরাকের আইএসের নেতাদের গণকবর আবিষ্কার


বার্তা সংস্থা ইকনা: ইরাকের দিয়ালা প্রাদেশিক পরিষদের নিরাপত্তা কমিটির প্রধান সাদেক হুসাইনী এ ব্যাপারে বলেন: ইরাকি আর্মি এবং জনপ্রিয় সংহতি বাহিনী সেদেশর সালাহ আল-দীন প্রদেশের মাতিবিচা এলাকায় দায়েশের আরব এবং বিদেশী ৫০ জন নেতার রহস্যময় একটি কবরস্থান উদ্ধার করেছে।
তিনি বলেন: এই রহস্যয় এবং ভয়ঙ্কর কবরস্থানটি নিজেদের নেতাদের মৃত্যুদেহ লুকানোর জন্য নির্মাণ করা হয়েছে। যাতে করে তাদের ক্ষতির পরিমাণ বাইরের কেউ জানতে না পারে।
ইরাকের সৈন্যরা ১৫ই ডিসেম্বর মাতিবিচা এলাক দায়েশ মুক্ত করার জন্য ঝটিকা অপারেশন চালাচ্ছে।
iqna

 

captcha