IQNA

ইসলামের দৃষ্টিতে মানবাধিকার

16:03 - December 20, 2017
সংবাদ: 2604605
ইমাম সাদেক(আ.) বলেছেন, যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে না, মিথ্যা বলে না এবং ওয়াদা ভঙ্গ করে না সে ঐ সকল লোকের অন্তর্ভুক্ত যার গিবত করা হারাম, তার মানবতা পূর্ণ, তার ন্যায়পরায়ণতা প্রকাশ্য এবং তার সাথে বন্ধুত্ব করা আবশ্যকীয়।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাতে কোন সন্দেহ নেই আর যত দিন যাচ্ছে তত সত্যতা আরও বেশী প্রকাশ পাচ্ছে। ইসলামে দ্বীনি ভাইয়ের এবং প্রতিবেশীর প্রয়োজন মেটানোর ব্যাপারে অনেক বেশী গুরুত্বারোপ করা হয়েছে।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: তোমাদের দ্বীনি ভাইরা দুই ধরনের। বিশ্বাসযোগ্য এবং অবিশ্বাসযোগ্য।

বিশ্বাসযোগ্য ভাইয়েরা হচ্ছে হাত, পা এবং পরিবারেরমত তারা তোমার শক্তি আর এ ধরনের ভাই পাওয়া খুবই কঠিন এরা হচ্ছে পরশপাথরের মত অপ্রতুল।

আর অবিশ্বাসী ভাইয়েরা মন থেকে তোমার সাথে সম্পর্ক রাখবে না, সুতরাং তুমিও তাদের সাথে তাদের মতই উপরে উপরে সম্পর্ক বজায় রাখবে এবং তাদের সাথে সম্পর্কটা সালাম বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ রাখবে।

মহানবী(সা.) বলেছেন: ইসলাম হচ্ছে তোমার অন্তর সত্যের সাথে থাকবে এবং মুসলমানরা তার কাছে নিরাপদে থাকবে।

ইমাম কাজিম(আ.) বলেছেন: ভাল প্রতিবেশী হওয়া শুধু প্রতিবেশীকে কষ্ট না দেয়া নয় বরং প্রতিবেশীর কষ্ট সহ্য করা এবং ধৈর্যধারণ করা। শাবিস্তান

captcha