IQNA

ট্রাম্পের চোখে ‘শত্রু’ আসমা খালিদের কথা

13:12 - December 23, 2017
সংবাদ: 2604620
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যারা ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-এর কভারেজ শুনেছেন, তারা নিশ্চয় রাজনৈতিক প্রতিবেদক আসমা খালিদকে শুনে থাকবেন।

ট্রাম্পের চোখে ‘শত্রু’ আসমা খালিদের কথা

 



বার্তা সংস্থা ইকনা: নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে খালিদ তার তার সক্ষমতাকে আলাদাভাবে প্রকাশ করেন। আমেরিকানদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বদলানোর বিষয়টি ব্যাখ্যা করতে তিনি তথ্য ব্যবহারের মাধ্যমে ভোটারদের সাক্ষাতকার নিতেন।

কিন্তু একজন মুসলিম ও হিজাবি নারী হিসেবে ইন্ডিয়ানা রাজ্যের এই বাসিন্দাকে তখনকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার বিভেদমূলক বক্তব্যের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। টুইটারে তাকে ‘সন্ত্রাসী’, ‘অবাধ্য’ এবং ‘জিহাদি’ হিসাবে উপহাস করেছিলেন।

ওই সময়ে রিপোর্টিংয়ের কাজটি এতটাই তীব্র ছিল যে খালিদ বলছিলেন যে তিনি তার মাথা থেকে তার হিজাব খুলে ফেলার প্রয়োজন অনুভব করেছেন।

গ্লোবাল জার্নালিস্টে’র এই বিশেষ সংস্করণে খালিদ এখন বোস্টন পাবলিক রেডিও স্টেশন ‘ডব্লিউইউআর’ এর উপস্থাপক জশোয়া ক্রেনবার্জের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। খালিদ ২০১৭ সালে মিসৌরি স্কুল অব জার্নালিজমের সর্বোচ্চ পুরস্কার অর্জন করেন। আরটিএনএন

 

captcha