বার্তা সংস্থা ইকনা: ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল এক বিবৃতিতে ঘোষণা করেছে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জন্য ২০১৭ সালে সবচেয়ে ভয়াবহ এবং অন্ধকারাচ্ছন্ন একটি বছর। এই বছরে মিয়ানমারের সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধদের অত্যাচারের ফলে প্রায় ৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গা মুসলমান বাস্তুচ্যুত হয়েছে এবং তারা পালিয়ে বাংলাদেশের আশ্রয় নিয়েছে।
এই বিবৃতিতে এসেছে, ৬৫ শতাংশের অধিক রোহিঙ্গা মানসিকভাবে আহত হয়েছে এবং অং সান সুচি'র নির্দেশে মিয়ানমারের সেনারা অধিকাংশ নারী ও শিশুদের উপর শারীরিক অত্যাচার চালিয়েছে।
ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল বিশ্ববাসীর নিকট এতদিন যেভাবে রোহিঙ্গা মুসলমানদের সাহায্য ও সমর্থন করেছে তা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছে।
ইন্টারন্যাশনাল ডাক্তার অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫শে আগস্ট থেকে ২৪শে সেপ্টেম্বরের মধ্যে ৯ হাজার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানের মৃত্যুবরণ হয়েছে।