IQNA

কাবুলে সন্ত্রাসী হামলার নিন্দা জানালো নিরাপত্তা পরিষদ

16:15 - December 29, 2017
সংবাদ: 2604679
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সাংস্কৃতিক কেন্দ্রে সন্ত্রাসীদের ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

 কাবুলে সন্ত্রাসী হামলার নিন্দা জানালো নিরাপত্তা পরিষদ

বার্তা সংস্থা ইকনা: গতকাল ২৮শে ডিসেম্বর একটি সাংস্কৃতিক কেন্দ্রে এবং সংবাদ সংস্থা আফগান ভয়েস এজেন্সির কার্যালয়ের কাছে ভয়াবহ বোমা হামলায় ১২০ জন হতাহত হয়েছেন। সন্ত্রাসীদের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

এই বিবৃতিতে আরও উল্লেখ করেছে, সন্ত্রাসীরা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছেন, "তাবায়ান সাংস্কৃতিক কেন্দ্রকে টার্গেট করেই বোমা হামলা  চালানো হয়েছে। সেখানে তখন আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের ৩৮তম বার্ষিকী পালনের অনুষ্ঠান চলছিল।"

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যবৃন্দ নিহত পরিবারবর্গ এবং আফগান সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য দোয়া করেছেন।

উল্লেখ্য, কাবুলে সন্ত্রাসী এই হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং অপর ৮০ জন আহত হয়েছেন। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অর্থাৎ আইএস এই হামলার দায় গ্রহণ করেছে।

iqna

 

 

 

 

captcha