IQNA

জীবনধারার জন্য স্বাধীনভাবে বাচার গুরুত্ব

19:41 - January 02, 2018
সংবাদ: 2604709
ইমাম হুসাইন(আ.) ইয়াজিদের সৈন্যদের উদ্দেশ্যে বলেন, হে আবু সুফিয়ানের অনুসারীরা তোমাদের যদি দ্বীন ও ধর্ম না থাকে এবং আখিরাতের ভয় নাও কর তাহলে স্বাধীনচেতা হও।

জীবনধারার জন্য স্বাধীনভাবে বাচার গুরুত্ব
বার্তা সংস্থা ইকনা: আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, و لا تَکُن عَبدَ غَیرِکَ و قد جَعَلَکَ اللهُ حُرَّاً؛ নিজেকে মানুষের দাস বানিয়ো না, কেননা আল্লাহ তোমাদেরকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন।

সম্মান, মর্যাদা ও স্বাধীনতা হচ্ছে মানুষ কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: মর্যাদা হলো এটাই যে মানুষ শুধুমাত্র আল্লাহর ইবাদতবন্দেগী এবং প্রশংসা করবে।

মাওলা আলী(আ.) বলেছেন: যদি স্বনির্ভরতা অবলম্বন কর তাহলে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে, যদি দান কর তাহলে তাদের উপর হুকুমত করতে পারবে। আর যদি লোভ কর তাহলে অন্যের গোলাম হয়ে যাবে।

ইমাম জাফর সাদিক(আ.) আরও বলেছেন: আমাকে যদি অজগরের মুখে হাত ঢুকিয়ে দিতে বলা হয় তাও দেব কিন্তু কারও কাছে হাত পেতে নিজের মান সম্মান ও স্বাধীনতাকে নষ্ট করব না।

সুতরাং যারা মানুষের মুখাপেক্ষী না হয়ে আল্লাহর উপর ভরসা করে জীবন-যাপন করে তারা সমাজে মাথা উঁচু করে সম্মানের সাথে বাচতে পারে। আর যারা মানুষের মুখাপেক্ষী হয় তারা জীবনে শান্তি পায় না এবং লাঞ্ছিত হয়। শাবিস্তান

captcha