বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের ক্যামেরুন শহরের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ মুসল্লি নিহত হয়েছেন এবং মসজিদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে।
মসজিদের খাদেম জানিয়েছেন, সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার ফলে সকলেই নিহত হয়েছে শুধুমাত্র এই মসজিদের মুয়াজ্জিন রক্ষা পেয়েছেন। এখনও অনেকের লাশ ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এক সন্ত্রাসী ফজরের নামাজের সময় এই মসজিদের ভিতরে প্রবেশ করে নিজের কাছে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটায়।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি।