IQNA

ইয়েমেনে মসজিদের সামনে বোমা বিস্ফোরণ

19:04 - January 04, 2018
সংবাদ: 2604723
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল সকালে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন শহরের "ইড্রোজ" মসজিদের সামনে বোমা বিস্ফোরণ হয়েছে।

 ইয়েমেনে মসজিদের সামনে বোমা বিস্ফোরণ

বার্তা সংস্থা ইকনা: স্থানীয় উৎস জানিয়েছে, বুধবার সকালে এডেশ শহরে বোমা বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দ শোনা যায়।

বোমা শব্দ শোনার পর স্থানীয় জনতা ঘটনাস্থলে গিয়ে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ উদ্ধার করে। এই বোমা হামলায় ঐ ব্যক্তি নিহত হয়েছে।

কেউ কেউ ধরনা করছে ঐ ব্যক্তি এই আত্মঘাতী হমালা চালিয়েছে। তবে এখনও পর্যন্ত এই হামলার সম্পর্কে অধিক তথ্য জানা যায়নি।

এছাড়াও এই বোমা হামলায় মসজিদ সংলগ্ন বাড়ী এবং গাড়ির ব্যক্তি ক্ষতি হয়েছে।

iqna

 

 

captcha