IQNA

পিউ রিসার্চ ইন্সটিটিউট

২০৫০ সালের মধ্যে আমেরিকায় মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হবে

0:07 - January 06, 2018
সংবাদ: 2604733
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার পিউ রিসার্চ ইন্সটিটিউট ঘোষণা করেছে, আগামী ৩০ বছরের মধ্যে আমেরিকার মুসলিম জনসংখ্যা পরিমাণ দ্বিগুণ হবে।

২০৫০ সালের মধ্যে আমেরিকায় মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হবে

বার্তা সংস্থা ইকনা: এই প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে আমেরিকায় মুসলিম অধিবাসীদের সংখ্যা ৮০ লাখের অধিক হবে। যা সেদেশের মোট জনসংখ্যা প্রায় ২.১ শতাংশ।
২০১৭ সালে আমেরিকায় প্রায় ৩০ লাখ মুসলিম অধিবাসী জীবন যাপন করত। যা সেদেশের মোট জনসংখ্যা প্রায় ১.১ শতাংশ।
এই প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে দেখা যায় যে, ২০৪০ সালের মধ্যে আমেরিকায় ইহুদিদের থেকে মুসলমানদের সংখ্যা অধিক হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ব্যুরো কখনোই সেদেশের জনগণের ধর্ম অথবা মাজহাব সম্পর্কে প্রশ্ন করে না। এমতাবস্থায় মুসলমানদের সঠিক সংখ্যা অনুমান করা কঠিন। কারণ এই বিষয়ে কোন অফিসিয়াল নথি নেই।
পিউ রিসার্চ ইন্সটিটিউট মুসলমানদের জন্মের হার এবং অভিবাসীদের সংখ্যার ভিত্তিতে আনুমানিক ধারণা করে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।
iqna

 

 

captcha