বার্তা সংস্থা ইকনা: দাগেস্তান নিরাপত্তা সংস্থার একটি সংবাদ উৎস প্রকাশ করেছে, অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র সন্ত্রাসীরা ৬ জানুয়ারি রাতে খাসওয়েরত জেলার মুসালাআউল গ্রামের রাইফির মসজিদের পেশ ইমামকে বাড়ী থেকে ডেকে গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
iqna