IQNA

প্রতীক্ষাকারীর দায়িত্ব আলামত খোজা নয় বরং প্রেক্ষাপট তৈরি করা

23:03 - January 10, 2018
সংবাদ: 2604758
অনেকেই যেহেতু দ্রুত ইমাম মাহদীর রাষ্ট্রকে দেখতে চায় সে জন্য তারা ইমাম মাহদীর আবির্ভাবের আলামত খোজে। কিন্তু একজন প্রকৃত প্রতীক্ষাকারীর দায়িত্ব হচ্ছে ইমাম মাহদীর আগমনের পথকে সুগম করা।

প্রতীক্ষাকারীর দায়িত্ব আলামত খোজা নয় বরং প্রেক্ষাপট তৈরি করা
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম কায়েমি বলেন, শেষ জামানা এবং ইমাম মাহদী সম্পর্কে বহু আলোচনা হয় এবং হয়ে আসছে । তবে সর্বোপরি আমাদের যে দায়িত্ব তা হচ্ছে ইমাম মাহদীর অন্তর্ধান কালীন সময়ে নিজেদের ঈমানকে সঠিক রাখা আর ইমাম মাহদীর আগমনের পথকে পরিষ্কার করা।

তিনি বলেন: ইমাম মাহদীর আগমনের আলামতের মধ্যে একটি হচ্ছে সুফিয়ানির আবির্ভাব। অনেকে কায়েমকে সুফিয়ানি বলে অবিহিত করেছিল কিন্তু প্রকৃতপক্ষে তা সঠিক ছিল না।

সুফিয়ানি সম্পর্কে কম পক্ষে ৩০০টি হাদিস রয়েছে। অনেকে কয়েকটি হাদিস থেকে সেটাকে ইমাম মাহদীর আবির্ভাবের আলামত হিসাবে চালিয়ে দিতে গিয়ে সমস্যায় পড়ে। সুতরাং এটা সবার কাজ নয় বরং তাকে অবশ্যই ইসলামী শাস্ত্রে পণ্ডিত হতে হবে।

সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধভাবে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং তার বিপ্লব যেহেতু বিশ্বজনীন। অতএব আমাদেরকেও সেই রকম বিশ্ব ব্যাপী জনমত গড়ে তুলতে হবে যাতে ইমাম মাহদীর আগমন ঘটলে সবাই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে। শাবিস্তান

ট্যাগ্সসমূহ: ইমাম ، কায়েম ، আলামত ، ইকনা ، ইসলাম ، বিশ্ব
captcha