IQNA

ইসলাম ধর্মে দীক্ষিত হলেন জার্মানের ইসলাম বিদ্বেষী রাজনীতিবিদ

0:36 - January 25, 2018
সংবাদ: 2604879
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের ইসলাম বিরোধী দল এবং 'অল্টারনেটিভ ফর জার্মান' (AfD) দলের রাজনীতিবিদ আর্থার ওয়াগনার ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।

 ইসলাম ধর্মে দীক্ষিত হলেন জার্মানের ইসলাম বিদ্বেষী রাজনীতিবিদ

বার্তা সংস্থা ইকনা: ওয়াগনার তার এই সিদ্ধান্তের ব্যাপারে কোন কিছু বলতে অস্বীকার করে বলেন: "এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার"।

'অল্টারনেটিভ ফর জার্মান' দলটি এ বছরের শরতে ইসলাম ও শরণার্থী বিরোধী স্লোগান দেয়ার মাধ্যমে সেদেশের পার্লামেন্টে স্থান পেয়েছে।

আর্থার ওয়াগনার সম্প্রতি এক বক্তৃতায় বলেন: তিনি ইসলাম বিরোধী দল থেক পদত্যাগ গ্রহণ করেছেন। তবে এরসাথে ইসলাম ধর্ম গ্রহণের কোন সম্পর্ক নেই।

তিনি বলেন: আমি কোন চাপের মুখে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিনি এবং কোন কিছুর বিনিময়ে এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না।

''অল্টারনেটিভ ফর জার্মান' দলের মুখপাত্র এ ব্যাপারে বলেছে: আর্থার ওয়াগনার ইসলাম ধর্ম গ্রহণের ফলে আমাদের কোন ক্ষতি হয়নি।

গত বছর এই দলের ইসলাম বিরোধী মূল শ্লোগান ছিল "জার্মানিদের জন্য ইসলাম নায়" এবং এই দলের দাবী জার্মানের সমাজ এবং মূল্যবোধের জন্য মুসলমানেরা হুমকি স্বরূপ।

iqna

 

 

captcha