IQNA

রাশিয়ায় ইসলামী শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বারোপ করলেন পুতিন

0:54 - January 27, 2018
সংবাদ: 2604898
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ান প্রেসিডেন্ট সেদেশের মুফতিদের সাথে এক সাক্ষাতকারে ইসলামী শিক্ষার উন্নয়নের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

 রাশিয়ায় ইসলামী শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বারোপ করলেন পুতিন


বার্তা সংস্থা ইকনা: কাজানে অনুষ্ঠিত এই সাক্ষাতকারে রাশিয়ার মুফতিগণ ছাড়াও বুলগেরিয়ার ইসলামী একাডেমী চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এসময় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন: উফা শহরে (রাশিয়ান ফেডারেশনের বাশকোস্টোস্টান প্রজাতন্ত্রের রাজধানী) মুফতিদের সাথে দেখা করেছি এবং তখন আমি সেখানে ইসলামী শিক্ষার উন্নয়নের ব্যাপারে গুরুত্বারোপ করেছি এবং এখন আবারও বলছি ইসলাম ধর্ম রাশিয়ার সংস্কৃতির সাথে মিশে রয়েছে এবং নিঃসন্দেহে মুসলিমরা এদেশের বহু ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে অন্যতম একটি অংশ।
তিনি বলেন: আমি ইতিমধ্যে রাশিয়ায় ইসলামী শিক্ষা পুনরুদ্ধার প্রয়োজন উপর পরামর্শ দিয়েছি এবং অতি গুরুত্বসহকারে বলছি, ভবিষ্যতে মুফতিদের রাশিয়ার মধ্যে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, বুলগেরিয়ান ইসলামিক একাডেমী ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর রাশিয়ার তাতারস্থানে প্রতিষ্ঠিত হয়েছে। এই একাডেমীতে শিক্ষার্থীদের জন্য ফিকাহ এবং ইসলামী চিন্তার ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীরা এই দুটি বিভাগে বিনামূল্য অধ্যয়ন করতে পারবে।
iqna

captcha