IQNA

যে জামানত নামা বেহেশতের যাওয়ার কারণ হবে

1:03 - January 29, 2018
সংবাদ: 2604914
ইমামগণ হচ্ছে পর হেদায়েতের বাতি এবং তাকওয়ার নিদর্শন যারা তাদের অনুসরণ করবে এবং তাদের বেলায়ত ও ইমামতকে মেনে চলবে মহান আল্লাহ তাদেরকে বেহেশতের জামানত করবেন।

যে জামানত নামা বেহেশতের যাওয়ার কারণ হবে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবী বলেছেন, মেরাজের রাতে মহান আল্লাহ আমাকে বললেন হে মুহাম্মাদ আলীকে আমি তোমার উত্তরাধিকারী বানিয়েছি। জেনে-রাখ দুনিয়াতে যেখানেই আমার স্মরণ হবে সেখানেই তোমার স্মরণ হবে। কেননা আমি হামিদ আর তুমি হচ্ছ মুহাম্মাদ। এরপর দুনিয়াতে নজর দিলাম এবং আলীকে তোমার উত্তরাধিকারী হিসাবে নিযুক্ত করলাম। তুমি হচ্ছ নবীদের নেতা আল আলী হচ্ছে ইমামদের নেতা। তার নামকে আমার নামে রেখেছিল আমি আলা আর সে হচ্ছে আলী।

আরও মনে রেখ, যারা আমার ইবাদত করে এবং ইবাদত করতে করতে নিজেকে শেষ করে ফেলে কিন্তু আলীর ইমামতকে মানে না ও তার প্রতি মহব্বত রাখে না তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব।

এরপর মহান আল্লাহ আলী থেকে শুরু করে ১২জন ইমামকে আমাকে দেখালেন। তারপর আল্লাহ বললেন তাদের শেষ জন হচ্ছে মাহদী। সে হালালকে হালাল আর হারামকে হারাম করবে। হে মুহাম্মাদ! তাকে ভালবাসো, কেননা আমি তাকে এবং যারা তাকে ভালবাসে তাদেরকেও ভালবাসি। শাবিস্তান

captcha