বার্তা সংস্থা ইকনা: ইরাকের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের তাজী শহরের 'হিমামিয়াত' এলাকার বাজারে সন্ত্রাসীরা এই হামলা চালায়। এই বোমা হামলায় একজন নিহত ও চারজন নিহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এই সংবাদ সংস্থা আরও জানিয়েছে, আজ (৫ম ফেব্রুয়ারি) সকালে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দ্রুত পুলিশ উপস্থিত হয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে এবং নিহতকে ফরেনসিক হাসপাতালে স্থানান্তর করে।
এছাড়াও ইরানের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, আজ সকালে কিরকুকে এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কিরকুকের বু-মুহাম্মদ গ্রামের ডাক্কাক এলাকার পুলিশ চেকপোস্টে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ত্রাসীদের এই বোমা হামলার ফলে একজন পুলিশ নিহত এবং একজন আহত হন।
iqna