IQNA

মা ফাতিমার(সা.আ.) প্রতি ইমাম মাহদীর(আ.) ভক্তি

0:57 - February 06, 2018
সংবাদ: 2604984
ইমাম মাহদী(আ.) নিজেই ইমাম এবং সকল মানুষের হেদায়াতকারী কিন্তু তিনি মা ফাতিমাকে নিজের জন্য আদর্শ হিসাবে গ্রহণ করে বলেছেন: «فی إبنَةِ رسُولِ اللهِ (ص) لِی أسوَهٌ حَسَنَهٌ؛ নবী কন্যা মা ফাতিমার মধ্যে রয়েছে আমার জন্য উত্তম আদর্শ।

 মা ফাতিমার(সা.আ.) প্রতি ইমাম মাহদীর(আ.) ভক্তি
বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদী(আ.) আল্লাহর হুজ্জাত এবং অন্যদের জন্য আদর্শ কিন্তু তিনিও নিজের জন্য একটি উত্তম আদর্শ নির্ধারণ করেছেন। আর তিনি হচ্ছেন খাতুনে জান্নাত মা ফাতিাম যাহরা।

হযরত ফাতিমা যাহরা(সা.আ.) সকল প্রতীক্ষাকারীদের জন্য হুজ্জাতু এবং আদর্শ। কেনা তিনি ইমামত ও বেলায়াত রক্ষার জন্য সব ধরণের চেষ্টা করেছেন। তিনি মাওলার আলীর বেলায়াতকে রক্ষা ও প্রচার করার জন্য নিজের জীবনকেও উৎসর্গ করেছেন।

আমরা দোয়া আহদে ইমাম মাহদীর সাহায্যকারী হওয়ার জন্য এভাবে দোয়া করি, اللَّهُمَّ اجْعَلْنِي مِنْ أَنْصَارِهِ وَ أَعْوَانِهِ»، «الذَّابِّينَ»، «الْمُمْتَثِلِينَ» ، «الْمُسَارِعِينَ»، «الْمُحَامِينَ»، «السَّابِقِينَ»، و «الْمُسْتَشْهَدِينَ»؛ হে আল্লাহ আমাকে তার সাহায্যকারী ও সাথী বানিয়ে দিন। তার সমর্থক, তার রক্ষাকারী এবং তার প্রতি সাক্ষ্যদানকারী বানিয়ে দিন। আর মাওলা আলীর ইমামতকে রক্ষার জন্য মা ফাতিমা যাহরা এর সকল পদক্ষেপ নিয়েছিলেন। শাবিস্তান

 

captcha