IQNA

কুরআন হেফজের পর আনন্দের ক্রন্দন এবং শুকরিয়ার সিজদাহ আদায় + ভিডিও

0:39 - February 10, 2018
সংবাদ: 2605013
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে একটি ভিডিও প্রকাশ হয়েছে যেখানে এক যুবক সম্পূর্ণ কুরআন হেফজ করার পর আনন্দের ক্রন্দন এবং শুকরিয়ার সিজদাহ আদায় করতে দেখা গিয়েছ। ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।

 

কুরআন হেফজের পর আনন্দের ক্রন্দন এবং শুকরিয়ার সিজদাহ আদায়বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের এই যুবক কুরআন হেফজের এক ক্লাসে সম্পূর্ণ কুরআন হেফজ করার পর আনন্দে ক্রন্দন করেছে।

তিনি তার শিক্ষকের সামনে সূরা বাকারার শেষ আয়াত তিলাওয়াত করার পর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আর এই খুশিতে ক্রন্দন করেন এবং তাকে আল্লাহ তায়ালা যে তৌফিক দিয়েছে তার জন্য শুকরিয়ার সিজদাহ আদায় করেন।

শুকরিয়ার সিজদাহের পর তার শিক্ষক ও উপস্থিত মণ্ডলী তাদে বুকে জড়িয়ে অভিনন্দন জানায়। এই যুবক উপস্থিত এক ব্যক্তির হাত এবং কপালে চুম্বন করেন। মনে হয় ঐ ব্যক্তি যুবকের পিতা।

iqna

 

captcha