IQNA

বাগদাদে বোমা হামলায় আহত ৩

0:54 - February 10, 2018
সংবাদ: 2605015
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলে একটি বোমা হামলায় ৩ জন আহত হয়েছেন।

বাগদাদে বোমা হামলায় আহত ৩

 

বার্তা সংস্থা ইকনা: ইরাকের পুলিশ বিভাগের একটি উৎস জানিয়েছে, গতকাল বাগদাদের পশ্চিমাঞ্চলীয় হাসরাতুল ওকেয় অঞ্চলের একটি বাজারের নিকটে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

যথাসময়ে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করেছে।

এছাড়াও গতকাল বাগদাদের দক্ষিণাঞ্চলের আশ-শোয়াব এলাকার একটি বাজারে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় একজন ইরাকি নাগরিক নিহত হয়েছেন।

iqna

 

captcha