IQNA

ইসলামী বিশ্বের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

2:12 - February 15, 2018
সংবাদ: 2605053
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাই পর্বের অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ইরানের প্রতিনিধিদের নির্বাচন করা হবে।

 

বার্তা সংস্থা ইকনা: দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য হেফজ ও কিরাত বিভাগে উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠান এপ্রিল মাসে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। ইরানের ৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বাছই পর্ব আগামী বুধবার দুপুর ২টা থেকে শুরু হবে। এই প্রতিযোগিতায় যারা শীর্ষ স্থানে উত্তীর্ণ হবেন তাদেরকে ইরানের প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হবে।

এই প্রতিযোগিতা বিচারকমণ্ডলী হিসেবে সূরের জন্য আলী আঁকবার হানিফি, তাজবিদের জন্য আব্বাস ইমাম জুময়ে, কণ্ঠের জন্য হাসান রাবিইয়ান, ওয়াকফ ও এবতেদার জন্য সায়িদ রাহমানী এবং হেফজের জন্য মাহদী আব্বাসী উপস্থিত থাকবেন।

এই প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হাবীব মেহকার এবং প্রযুক্তিগত বিভাগের দায়িত্ব পালন করবেন। জাবিউল্লাহ রুহি।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাই পর্বের অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি তেহরানের হাফেজ রোডের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পয়গাম্বরে আজাম ভবনে অনুষ্ঠিত হবে।

iqna

 

 

captcha