IQNA

হিজাবি তাহেরা যুক্তরাষ্ট্রের প্রথম পূর্ণকালীন টিভি রিপোর্টার

21:55 - February 15, 2018
সংবাদ: 2605057
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার একটি টেলিভিশন নিউজ স্টেশনে প্রথমবারের মতো পুরো সময় রিপোর্টিংয়ের জন্য একজন হিজাবি নারী নিয়োগ প্রাপ্ত হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: CBS-র তত্ত্বাবধায়নে পরিচালিত ওয়েস্টার্ন ইলিনয়ের WHBF চ্যানেলে তাহেরা রহমানকে এই নিয়োগ দেয়া হয়। যুক্তরাষ্ট্রের বৃহত্তম রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্কগুলির মধ্যে এটি অন্যতম। এই চ্যানেলের প্রোগ্রাম ২৪ ঘণ্টা সম্প্রসারিত হয়।
তাহেরার মা দারদুনেহ রহমান বলেন: তাহের হিজাব সহকারে এই টেলিভিশন চ্যানেলে যোগ দিয়েছে। আর এটি আমেরিকার মুসলিম নারীদের জন্য একটি বড় সাফল্য।
তাহেরা রহমানের প্রমোশন নিয়ে ‘লোকাল-৪ নিউজ’কে বলেন, ‘আমি টিভির পর্দায় আমার মতো হিজাব পরিহিত কাউকে দেখিনি, তাই আমি কখনোই ভাবিনি এটি হওয়ার সম্ভাবনা ছিল।’
তিনি বলেন, শিকাগোতে ‘সিবিএস ইভিং নিউজ ব্যুরো’তে ইন্ট্রান করার সময় থেকেই তাকে বলা হয়েছিল যে, তিনি যদি তার হিজাব অপসারণ করতে অস্বীকৃতি জানান তবে, তার কর্মজীবন অত্যন্ত কঠিন হবে।
উল্লেখ্য, আমেরিকার পিউ রিচার্স সেন্টারের গবেষণা অনুযায়ী সেদেশের ৬৮ শতাংশ মুসলিম পুরুষ এবং ৮৩ শতাংশ মুসলিম নারী বৈষম্যের স্বীকার।
iqna

 

 

captcha