বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের কান্দাহার প্রাদেশিক পুলিশ মুখপাত্র আহমদ জিয়া দুরানি ঘোষণা করেছেন, আজ (২৮শে ফেব্রুয়ারি) আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার ও উরুজেন অঞ্চলের দুইটি পুলিশ চেকপয়েন্টে তালেবানের সদস্যরা হামলা চালিয়েছে।
তিনি বলেন: সশস্ত্র সন্ত্রাসীদের এই হমালায় ৫ পুলিশ নিহত হয়েছেন। এছাড়াও ১৯ জনকে জিম্মি করেছে। জিম্মিদের মধ্যে পুলিশ সদস্য ছাড়াও বেসামরিক ব্যক্তিগণও রয়েছে।
জিয়া দুরানি গুরুত্বারোপ করে বলেছেন: যারা অপহরণ হয়েছে তাদের মুক্তির প্রচেষ্টার চলছে, তবে আমরা এখনও তাদের জিম্মির স্থান এবং পরিস্থিতি সম্পর্কে কিছু জানি না।
উল্লেখ্য, আফগানিস্তানে "শান্তি প্রক্রিয়া" শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অংশগ্রহণ করার জন্য ২৬টি দেশের প্রতিনিধিবর্গ সেদেশে উপস্থিত রয়েছে। আজ দেশটির রাজধানী কাবুলে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঠিক এসময়েই সেদেশের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীরা এমন ভয়াবহ হামলা চালিয়েছে। শান্তি প্রক্রিয়া" শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অংশগ্রহণকারীরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য তালেবানদের সাথে আলোচনা করার চেষ্টা করছে।