বার্তা সংস্থা ইকনা: গত নভেম্বর মাসে সৌদি আরবে গিয়ে তিনি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। পরে জানা গিয়েছিল, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও সরকারকে বিপদে ফেলতে সৌদি চাপের মুখে সাদ হারিরি পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন।
হারিরির দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গতকাল (মঙ্গলবার) রিয়াদের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এবং তিনি সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ বিবৃতিতে আরো বলা হয়েছে, সোমবার রাজা সালমানের পক্ষ থেকে সৌদি দূত নিজার আল-আলুলা সাদ হারির কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এর পরদিনই হারিরি সৌদি আরব সফরে গেলেন। আলুলা দু দিনের জন্য লেবানন সফর করেন এবং সে সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।