IQNA

ইমাম আলী (আ.)এর মাযারের পক্ষ থেকে কুরআনের ১০০ জন শিক্ষকের প্রশিক্ষণ কোর্স

0:25 - March 05, 2018
সংবাদ: 2605185
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম আলী (আ.)এর মাযারের অন্তর্গত দারুল কুরআনের পক্ষ থেকে ১০০ জন কুরআনের শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে।


বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর মাযারের অন্তর্গত দারুল কুরআনের প্রধান আলা মোহসেন বলেন: এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে নাযাফের কুরআনের শিক্ষকগণকে শক্তিশালী করা এবং কুরআনের সংস্কৃতি প্রচার করা।
তিনি বলেন: প্রশিক্ষণ কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের বয়স অবশ্যই ১৬ বছরের ঊর্ধ্বে হতে হবে এবং তাজবিদ ও তিলাওয়াতের পদ্ধতির ওপর কোর্স করতে হবে।
আলা মোহসেন বলেন: এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিমণ্ডলী নাযাফে ইমাম আলী (আ.)এর মাযারের হায়দারী প্রাঙ্গণের ২৪ নম্বর কক্ষে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
iqna

 

captcha