IQNA

ইরাকের দায়েশের বিচারক গ্রেফতার

23:47 - March 05, 2018
সংবাদ: 2605193
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি নিরাপত্তা বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের জজ নামে প্রসিদ্ধ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ইরাকের দায়েশের বিচারক গ্রেফতারবার্তা সংস্থা ইকনা: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, নিরাপত্তা বাহিনী সামেররা থেকে আইএসের জজ নামে প্রসিদ্ধ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদন ঘোষণা করেছে: এই ব্যক্তির বাড়ী ২০০৭ সালে আল-কায়েদার সংগঠনের ভিজিটের স্থান হিসেবে ব্যবহৃত হত।
উল্লেখ্য, বিগত কয়েক মাস যাবত ইরাকের সকল স্থান দায়েশ মুক্ত ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর কঠোর টহলে এই সন্ত্রাসী গোষ্ঠী সাংগঠনিক ভাবে কোন সন্ত্রাসীমুলক কাজ করতে পারছে না।
iqna

 

captcha