IQNA

নাইজেরিয়ান প্রেসিডেন্ট;

শান্তির সবচেয়ে বড় অভিধান হচ্ছে কুরআন

9:07 - March 06, 2018
সংবাদ: 2605194
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ান প্রেসিডেন্ট সেদেশে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বলেন: কুরআন হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এনসাইক্লোপিডিয়া যা পরিপূর্ণ গাইড হিসেবে মানবজাতিকে হেদায়েত করে।

 

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ান প্রেসিডেন্ট মোহাম্মদ বোহরী ৩য় মার্চে কাটসিন রাজ্যে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে গুরুত্বারোপ করে বলেন: অন্যদের সাথে বিশেষ করে অমুসলিমদের সাথে কীভাবে আচরণ করতে হবে তা পবিত্র কুরআন আমাদেরকে শিখিয়েছে।

তিনি বলেন: সকল আসমানি গ্রন্থ শান্তি ও শান্তিপূর্ণ জীবনের সমর্থন করে।

মোহাম্মদ বোহরী আরও বলেন: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) সর্বদা শান্তিপূর্ণ জীবন গঠনের উপর গুরুত্বারোপ করেছেন। যখন মুসলমানদের উপর কাফেররা অত্যাচার শুরু করল এবং মুসলমানেরা চাপের মুখে অবস্থান করছিলো, তখন হযরত মুহাম্মাদ (সা.) মুসলমানদের সকল মুসলমানদের হাবাসায় (ইথিওপিয়া) যাওয়ার নির্দেশ দিলেন। হাবাসার রাজা তখন খ্রিষ্টান ছিল।

উল্লেখ্য, নাইজেরিয়ায় ৩২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৩শে ফেব্রুয়ারি সেদেশের উত্তরাঞ্চলীয় শহর কাটসিনে শুরু হয়েছে।

এই প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন ২০ বছরের যুবক আমীর বুনেস।

iqna

 

 

captcha