IQNA

ইতালির মসজিদে ইচ্ছাকৃত ভাবে অগ্নিসংযোগ

23:49 - March 07, 2018
সংবাদ: 2605209
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির পুলিশ ঘোষণা করেছে: ইতালির পাদুয়া শহরের দুর্বৃত্তরা ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়েছে।

ইমাম মাহদীর অনুসারীরা উপদেশ মানে এবং নিজের সংশোধন করে
বার্তা সংস্থা ইকনা: পাদুয়া শহরে গত সোমবার (৫ম মার্চ) রাত ২টায় এক নিরাপত্তা কর্মী একটি মসজিদে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় শুধুমাত্র মসজিদের দরজায় আগুন লাগে।
এই ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, ইতালিতে গুম্বজ ও মিনারের সমন্বয়ে মাত্র ৮টি মসজিদ রয়েছে। এছাড়াও ৮০০টি ইসলামি সংস্কৃত সেন্টার ও নামাজখানা রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি নামাজ খানা গ্যারেজ, বেসমেন্ট এবং গুদামে নির্মাণ করা হয়েছে।
iqna

 

captcha