বার্তা সংস্থা ইকনা: ইতিমধ্যেই তার এই মন্তব্যকে হাতিয়ার করে প্রচারে নেমেছে বিরোধীরা। বুধবার উত্তরপ্রদেশ বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে বিরোধী দল কংগ্রেস ও সমাজবাদী পার্টির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আদিত্যনাথ বলেছে, ''আমি লোক দেখানোর জন্য কোনও কাজ করি না। নিজেকে হিন্দু বলে গর্বিত মনে করলেও, আমি পৈতে পরে গোঁড়ামি দেখাই না। আবার নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মের প্রতিও অতিভক্তিও দেখাই না।''
রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্য ভিনধর্মের মানুষের কাছে ভুল বার্তা যাবে বলে দাবি সমাজবাদী পার্টির নেতাদের। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বড় জয় পাওয়ার জন্য এনডিএ জোটের প্রশংসা করেন যোগী আদিত্যনাথ।
আদিত্যনাথ আরও বলেছে, যে ভাবে ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে লাল পতাকাকে নীচে নামানো হয়েছে, এবার সেভাবেই সমাজবাদী পার্টির লাল টুপিও নিশ্চিহ্ন হয়ে যাবে উত্তরপ্রদেশ মাটি থেকে।
উল্লেখ্য, গত ভারতে ২ মার্চ হোলি উৎসবকে মাথায় রেখে শুক্রবার দুপুরের নামাজ অনুষ্ঠানের সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ইমাম-ই-ঈদগাহর মৌলানা খালিদ রশিদ ফিরিঙ্গি মাহলি।
তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, সে দিন যোগী আদিত্যনাথ বলেছিলেন, মুসলমানদের নামাজ প্রত্যেকদিনই হয়। কিন্তু হোলি বছরে একদিন আসে। তাই তাকে সম্মান জানানো উচিত প্রত্যেকের। তার এই মন্তব্যকে ঘিরে বিতর্ক ছড়ায়। এমটিনিউজ