বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের বিভিন্ন শহরে গতকাল (৮ম এপ্রিল) থেকে এসকল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এসকল অনুষ্ঠানের সূচনা হচ্ছে। এরপর আহলে বয়েতের শানে বিশেষ করে হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর জীবনীর আলোকে বক্তৃতা পরিবেশন করা হচ্ছে।
বিভিন্ন শহরে আহলে বায়েত (আ.)এর ভক্তদের মাঝে মিষ্টি ও শরবত বিতরণ করা হচ্ছে। মসজিদ ও ইসলামী সেন্টারে গজল ও ইসলামি সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। এই উৎসব মাহফিল আগামী সোমবার (১২ই মার্চ) পর্যন্ত অব্যাহত থাকবে।
এই মাহফিল প্রধান উদ্দেশ্য হচ্ছে আহল বাইত (আ.)এর শিক্ষা প্রচার করা, হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর জন্মবার্ষিকীর স্মৃতিচারণ করা এবং সমাজে নারী ও মা দিবস প্রচলিত করা।
iqna