IQNA

আফরিন শহর ঘেরাওয়ের দাবি এর্দোগানের; ওয়াইপিজি বলল ভিত্তিহীন

15:27 - March 10, 2018
সংবাদ: 2605233
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আফরিন শহর ঘিরে ফেলার দাবি প্রত্যাখ্যান করেছেন কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজি'র মুখপাত্র নুরি মাহমুদ। তিনি বলেছেন, আফরিন শহর ঘিরে ফেলা হয়েছে বলে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান যে দাবি করেছেন তা ভিত্তিহীন।

 



বার্তা সংস্থা ইকনা: তুর্কি সেনারা বর্তমানে শহরের অন্তত ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে তিনি দাবি করেন। গতকাল (শুক্রবার) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান ঘোষণা করেছেন, আফরিন শহর পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে এবং যেকোনো মুহূর্তে তুর্কি সেনারা শহরে প্রবেশ করবে।

এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মভলুদ চাভেজওগ্লু বলেছেন, আগামী মে মাসেই আফরিন শহরে তুর্কি সেনা অভিযানের সমাপ্তি ঘটবে।

এদিকে, আফরিনে সেনা অভিযানের বিষয়ে তুরস্ক সরকারের ওপর আভ্যন্তরীণ চাপ ক্রমেই বাড়ছে। গত বুধবার দেশটির সংসদে এই ইস্যুতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্য হাতাহাতি হয়েছে। এর ফলে বিরোধী দলের দুইজন এবং ক্ষমতাসীন দলের একজন হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ২০ জানুয়ারি থেকে আফরিন অঞ্চলে অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। তবে তারা এখন পর্যন্ত শহরে প্রবেশ করতে সক্ষম হয় নি। পার্সটুডে

captcha