 
                          
বার্তা সংস্থা ইকনা: জাকার্তায় দশমতম কুরআন হেফজ ও সুন্নতে নবাবী (সা.) আলোকে বিশেষ প্রতিযোগিতায় ২৫টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছে।
এই প্রতিযোগিতা মোট পচটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। চারটি বিভাগ কুরআন হেফজের ক্ষেত্রে এবং একটি বিভাগ হাদিস হেফজের ক্ষেত্রে।
প্রতিযোগিতার শেষে প্রতি বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণ তিনজনকে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও সকল উত্তীর্ণদের হজে পাঠানো হবে।
iqna