বার্তা সংস্থা ইকনা: শ্রীলংকান পুলিশ ঘোষণা করেছে, ডিগানা এলাকায় জাতিগত দ্বন্দ্বের তীব্রতা কারণে চরমপন্থি বৌদ্ধরা এই এলাকার একটি মসজিদে হামলা চালায়।
পুলিশ আরও জানিয়েছে, মুসলমান ও বৌদ্ধদের মধ্যকার সংঘর্ষের ফলে বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাতে সেদেশর পূর্বাঞ্চলে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এদিকে কিছু বৌদ্ধরা দাবী করেছে, ডিগানা এলাকার স্থানীয় মুসলমানেরা ঐ এলাকায় বসবাসরত অন্যান্য বৌদ্ধদের ইসলাম ধর্ম গ্রহণের জন্য বাধ্য করছে এবং বৌদ্ধদের প্রাচীন নিদর্শনগুলো ধ্বংস করছে।
শ্রীলংকার কিছু অঞ্চলে উগ্রপন্থী সিংহলী বৌদ্ধরা সেদেশের কেনেডি সিটিতে বসবাসরত মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, বাড়ী এবং মসজিদসমূহে হামলা চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে সহিংসতামুলক কর্ম আঞ্জাম দিচ্ছে।
উল্লেখ্য, উগ্রদের এই ধরনের সহিংসতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং মুসলিম ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত বছর দেশটির চরমপন্থি বৌদ্ধরা মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এবং মসজিদসমূহ অগ্নিসংযোগসহ মুসলমানদের ওপর ২০টিরও বেশি হামলা চালায়। এ সময় উগ্র বৌদ্ধরা মুসলমানদের ২০০টি বাড়ি এবং ১১টি মসজিদে হামলা চালায়।